গুলশানে ফল বিক্রেতাদের হামলায় তিনজন আহত

গুলশানে ফল বিক্রেতাদের হামলায় আহত ব্যক্তিদের একজনছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় ফল বিক্রেতাদের হামলায় তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে ফল কিনতে গিয়ে তাঁরা হামলার শিকার হন বলে ভুক্তভোগীদের একজন জানিয়েছেন।

ভুক্তভোগীদের একজন প্রকৌশলী রুবাইয়াত আজম প্রথম আলোকে বলেন, তিনি এডিফিস নামে একটি পরামর্শক প্রতিষ্ঠানে কর্মরত। এই প্রতিষ্ঠান রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করে। তাঁর সহকর্মী এস এম তারিকুজ্জামান এবং তাঁর ছোট ভাই শোয়াইব তাহসীম ফল কিনতে গুলশান-২ নম্বরে যান। সেখানে ফুটপাতের ফলের দোকান থেকে এক কেজি আঙুর কেনেন। দোকানদার ওজনে কম দেওয়া নিয়ে তাঁদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে সেখানকার ফলের দোকানদারেরা তাঁদের মারধর করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে তাঁর ওপরও হামলা হয়।

রুবাইয়াত আজমের ভাষ্য, দোকানদের হামলায় তাঁর সহকর্মী এস এম তারিকুজ্জামান মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর মাথায় ছয়টি সেলাই লেগেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে গেছে। এ ঘটনায় তাঁরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে ফলের দোকানদারেরা আপসরফা করতে চাইছেন।

আহত ব্যক্তিরা ম্যাপ ফটো এজেন্সির পরিচালক মাহমুদুর রহমানের পরিচিত। মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর বাসা গুলশান-২ নম্বর এলাকায়। আহত ব্যক্তিরা তাঁর পরিচিত। তাঁর বাসায় ইফতার করতে যাওয়ার কথা ছিল তাঁদের। এ জন্যই ফল কিনতে গিয়েছিলেন তাঁরা।

এ বিষয়ে রাত সাড়ে ১০টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি খুবই তুচ্ছ। ফল কেনার সময় ক্রেতা-বিক্রেতার মধ্যে তর্ক হয়। এর জেরেই মারধরের ঘটনা ঘটে। যাঁরা আহত হয়েছেন, তাঁরা মামলা করতে থানায় এসেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।