যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মারিয়া বেগমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। সন্তানদের নিয়ে তিনি পুরান ঢাকার বংশালে থাকতেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় দাওয়াত খেতে শনির আখড়ায় যান মারিয়া বেগম। ওই এলাকার সড়কে অবস্থান করার সময় পেছন থেকে একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ময়নাতদন্ত ছাড়াই মারিয়া বেগমের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা-পুলিশ।