ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ৩৮ জন
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন ৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের দিন ডেঙ্গুতে ৪১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ সময়ও কারও মৃত্যু হয়নি।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ২২ জন ও ঢাকার বাইরে ১৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৩৭ জন, ঢাকার বাইরের হাসপাতালে আছেন ৯১ জন।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়। ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
গত বছরের ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। আর সে সময় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৪ জন। আগের বছরের (২০২১) চেয়ে আক্রান্তের এ হার পাঁচ গুণ বেশি। ২০২১–এর ডিসেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২০৭ জন আর মারা যান ৭ জন।