হাজারীবাগে ভবন নির্মাণে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

গ্রেপ্তারপ্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে ভবন নির্মাণে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম জামাল হাওলাদার (৩৮)। গতকাল শনিবার হাজারীবাগ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, আলাল গাজী নামের এক ঠিকাদারের করা মামলায় জামাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাজারীবাগে একটি ভবন নির্মাণ করছেন। ওই ভবন নির্মাণের জন্য তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চান জামাল ও তাঁর সহযোগীরা।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই মাস আগে নির্মাণাধীন ওই ভবনের সামনে যান জামাল ও তাঁর সহযোগীরা। চাঁদার পাঁচ লাখ টাকা না দিলে হত্যার হুমকি দেন তাঁরা। তখন আলাল ভয় পেয়ে ২ লাখ ২১ হাজার টাকা দেন।

পুলিশ জানায়, গতকাল জামাল ও তাঁর সহযোগীরা আবার আলালের কাছে চাঁদা দাবি করেন। টাকা দিতে না পারায় তাঁকে মারধর করা হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেন। পরে জামালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান।