রাতভর দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গেল প্রাণ

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরখানে সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (৫৩) নামের এক পথচারীর নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উত্তরখান থানার ময়নারটেক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরিবার ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আলী হোসেন উত্তরার একটি বিপণিবিতানে নিরাপত্তাকর্মীদের তত্ত্বাবধায়ক ছিলেন।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে আলী হোসেনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল নয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ছেলে জাকারিয়া হোসেন বলেন, রাতের দায়িত্ব পালন শেষ করে সকালে বাসায় ফিরছিলেন তাঁর বাবা। তাঁরা জানতে পেরেছেন, ময়নারটেক এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যানবাহন তাঁকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান লোকজন। পরে খবর পেয়ে তাঁরা স্থানীয় হাসপাতালে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

জাকারিয়া হোসেন আরও বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, কোনো ট্রাকের ধাক্কায় বাবা দুর্ঘটনার শিকার হয়েছেন।’

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আলী হোসেনের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আলী হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। বাবা নাম আ. মজিদ। আলী হোসেন উত্তরখানের ময়নারটেক এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে আছে।