টিএসসিতে গাছের ডাল ভেঙে রিকশাচালক নিহত, ছাত্রীসহ আহত ২

টিএসসিতে রিকশার ওপর বুদ্ধনারকেল গাছের ডাল ভেঙে পড়ে আছে
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় একটি গাছের ডাল ভেঙে পড়ায় শফিকুল ইসলাম নামের একজন রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই রিকশার যাত্রী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ একজন ব্যবসায়ীও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে টিএসসির রাজু ভাস্কর্য–সংলগ্ন সড়কে বুদ্ধনারকেল নামের একটি গাছের ডাল ভেঙে পড়ায় এ ঘটনা ঘটে। বুদ্ধনারকেল একটি বিরল প্রজাতির উদ্ভিদ। বিশালাকৃতির উঁচু এই উদ্ভিদের প্রজাতিটি বাংলাদেশের আইন অনুযায়ী ‘সংরক্ষিত’।

টিএসসি এলাকার একাধিক ভ্রাম্যমাণ দোকানি প্রথম আলোকে বলেন, বিকেলের দিকে হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলে বুদ্ধনারকেল গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে। ডালটি গাছের নিচে থাকা একটি রিকশার ওপর পড়ে। এতে রিকশাচালক শফিকুল গুরুতর আহত হন। ওই রিকশার যাত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৃতীয় বর্ষের ছাত্রী ওয়াহিদা আক্তার ও রিকশার পাশে থাকা কাপড়ের ব্যবসায়ী সাইফুল ইসলামও আহত হন। পরে পথচারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই রিকশাচালককে মৃত ঘোষণা করেন। ওয়াহিদা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রিকশার ওপর থেকে গাছের ডালটি সরিয়ে নেওয়া হচ্ছে
ছবি: প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢাকা মেডিকেলে আনা হলে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রিকশাচালক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত দুজন এখন হাসপাতালে চিকিৎসাধীন।