খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে ফারিয়া নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির ফুপা মো. ইসহাক (৩০) আহত হয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার বেলা দুইটার দিকে গোড়ানের নবাবী মোড় এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে দুজন পড়ে যায়। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু খাদিজা মারা যায়।

শিশুটির দাদি ফাতেমা বেগম প্রথম আলোকে জানান, গোড়ানের পাঁচতলা ওই বাড়ির ছাদে কয়েকটি ঘর আছে। সেখানে তাঁর মেয়ে বেগম পরিবার নিয়ে বসবাস করেন। আর ওই ভবনের চতুর্থ তলায় তাঁর ছেলে ফয়সাল আহমেদ ভাড়া থাকেন। ফারিয়া তাঁর ছেলে ফয়সালের মেয়ে। ফয়সাল বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আহত ইসহাক তাঁর মেয়ে পাপিয়ার স্বামী। ইসহাক রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। আজ দুপুরে ফরিয়া ছাদের রেলিংয়ের পাশে চলে যায়। রেলিং নিচু হওয়ার কারণে শিশুটি পড়ে যাচ্ছিল। তখন ইসহাক শিশুটিকে বাঁচাতে যান। তখন দুজনেই নিচে পড়ে যান। তাঁদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আহত ইসহাক মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তিনি নিউরোসার্জারি ইউনিটে ভর্তি আছেন।