ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীকে মারধরের নিন্দা জানাল ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ-ছাত্র-ইউনিয়ন

বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার ঘটনার নিন্দা জানিয়েছে ছাত্রসংগঠনটি। সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগকে প্রতিহত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সভাপতি দীপক শীল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা। বেশ কিছুদিন ধরে ছাত্র ইউনিয়নের সঙ্গে ছাত্রলীগের বিরোধ চলছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন বিভাগের এক ছাত্রকে মারধর করা হয়। তিনি ছাত্র ইউনিয়ন করেন কি না, তা বারবার জানতে চাওয়া হয়েছিল। তিনি উত্তরে না বললে একপর্যায়ে তারা মুঠোফোন চেক করতে চায় এবং মেসেঞ্জার (ফেসবুক) চ্যাট বক্স দেখাতে বলে। ব্যক্তিগত তথ্য বলে দেখাতে না চাইলে তারা তাঁকে মারধর করে। ভুক্তভোগী শিক্ষার্থী এ ঘটনায় বিচার চেয়ে আজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন।

ছাত্র ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগ সন্ত্রাসীদের সংগঠনে পরিণত হয়েছে। এটিকে আর ছাত্রসংগঠন বলে অভিহিত করার কোনো সুযোগ নেই। সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক কর্মীদের খুঁজে খুঁজে মারধর করছে ছাত্রলীগ। ছাত্রলীগ ভীত হয়ে আছে, ক্ষমতা চলে গেলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সময় এসেছে সম্মিলিতভাবে তাদের মোকাবিলার। সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগকে প্রতিহত করে গণতান্ত্রিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আহ্বান জানানো হয় বিবৃতিতে।