মেট্রোরেলে ঢিল ছুড়ে কাচ ভাঙার মামলায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ

মেট্রোরেলফাইল ছবি

চলন্ত মেট্রোরেলে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙার ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় করা মামলায় সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে কাফরুল থানা–পুলিশ।

চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে কাচ ভাঙার ঘটনায় মামলার পর ব্যাপকভাবে তদন্ত করা হয়। তবে অজ্ঞাত ব্যক্তি ভবনের ছাদ থেকে ঢিল ছোড়ায় এলাকার কেউ কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। ফলে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

মেট্রোরেলে ঢিল ছুড়ে কাচ ভাঙার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে। কিন্তু কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। অদূর ভবিষ্যতে শনাক্ত করা গেলে মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হবে।
—আবদুল বাতেন, কাফরুল থানার পরিদর্শক (অপারেশন)  

মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, মেট্রোরেলে ঢিল ছুড়ে কাচ ভাঙার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে। কিন্তু কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। অদূর ভবিষ্যতে শনাক্ত করা গেলে মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হবে।

গত বছরের ৩১ এপ্রিল মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় গত ১ মে মেট্রোরেল ৬ (লাইন অপারেশন) এর ব্যবস্থাপক সামিউল কাদির বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেন।  

গত বছরের ৩১ এপ্রিল মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনাটি ঘটে। এ ঘটনায় গত ১ মে মেট্রোরেল ৬ (লাইন অপারেশন) এর ব্যবস্থাপক সামিউল কাদির বাদী হয়ে মেট্রোরেল আইন ২০১৫ অনুযায়ী অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেন।

ওই মামলায় সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ১৮ মার্চ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত।