রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে আনন্দ ভবন কমিউনিটি সেন্টার। সেখানে ছিল ঢাকা-৮ আসনের তিনটি কেন্দ্র। তিন কেন্দ্রে মোট ভোটার ৭ হাজার ৭০৭ জন। তবে সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর পর বেলা দুইটা পর্যন্ত তিন কেন্দ্রে ভোট পড়ে ৬৬৪টি।
আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে ৬৫, ৬৬ ও ৬৭ নম্বর কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রথম ছয় ঘণ্টায় ৬৫ নম্বর কেন্দ্রে ২ হাজার ৩৪১ জন ভোটারের মধ্যে ১৭৫টি ভোট, ৬৬ নম্বর কেন্দ্রে ২ হাজার ২৯৪ ভোটারের মধ্যে ১৬১টি এবং ৬৭ নম্বর কেন্দ্রে ৩ হাজার ৭২ জন ভোটারের মধ্যে ৩২৮টি পড়ে।
আজ বেলা সাড়ে তিনটার দিকে এই তিনি কেন্দ্রে যান প্রথম আলোর একজন প্রতিবেদক। তিনি দেখেন, কেন্দ্রগুলোর সামনে ভোটার উপস্থিতি নেই। তবে ভেতরে দুই-একজন ভোটার দেখা যায়।