বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু, বন্ধু আহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থী নিহত ‌হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তাঁর এক বন্ধু। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিমানবন্দর সড়কের বলাকা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম ইশতিয়াক ইসলাম সাফিন (১৮)। তিনি উত্তরা কমার্স কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তাঁর বন্ধু মো. হাসান (১৮) আহত হয়েছেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা বলছেন, বন্ধুদের সঙ্গে ইশতিয়াক ৩০০ ফুট সড়কে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে রাতে বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তাঁরা। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার মারা যান ইশতিয়াক। তাঁর বন্ধু হাসান এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

নিহত ইশতিয়াকের বড় ভাই তানভীর ইসলাম বলেন, শনিবার রাতে টঙ্গীর বাসা থেকে ইশতিয়াক মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। সেখান থেকে রাতে বাসায় ফেরার পথে বিমানবন্দরের বলাকা ভবনের সামনে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ জানান, ইশতিয়াকের বাড়ি গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার চেরাগ আলী গ্রামে। তাঁর বাবার নাম মো. আব্দুর রশিদ।