ঢাকা কলেজ-আইডিয়াল: শান্তিচুক্তি এক মাসেই শেষ
মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুটি গাড়ি ভাঙচুর করা হয়। ঠিক এক মাস আগে নিউমার্কেট থানা-পুলিশের মধ্যস্থতায় 'ভাই ভাই' স্লোগানে মারামারি না করার মৌখিক শান্তিচুক্তি হয়েছিল। গত এক বছরে দুই কলেজের মধ্যে ১৫ বারের বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।