ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষ, আহত ১০
রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।পুলিশ বলছে, এ সময় দুই পক্ষ পুলিশের ওপরেও হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশকেও লাঠিপেটা করতে দেখা গেছে। বেলা দুইটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ রাস্তার এক পাশে অবস্থান নিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।