পাওনা টাকার দাবিতে রাজধানীর মিরপুরে আহমেদিয়া ফাইন্যান্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক সাইফুল ইসলামকে অবরুদ্ধ করে রেখেছেন শতাধিক মানুষ। প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন তাঁরা।
রাজধানীর মিরপুর ১৪ নম্বরের মিলি সুপার মার্কেট এলাকায় ওই কার্যালয় ঘিরে গতকাল সোমবার সন্ধ্যা থেকে অবস্থান নেন পাওনাদাররা। আজ মঙ্গলবার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।

মো. এনায়েতুল্লাহ নামে একজন প্রথম আলোকে বলেন, তাঁর পরিবার ওই প্রতিষ্ঠানে আর্থিক কাজে ৬৩ লাখ টাকা দিয়েছেন। আগে নিয়মিত লভ্যাংশ দিলেও করোনার অজুহাতে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তারা পাওনা টাকাও ফেরত দিচ্ছেন না।তাঁর দাবি, শুধু তিনি নন, কয়েক হাজার মানুষ এই প্রতিষ্ঠানে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। পাওনা টাকার জন্য বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভে নেমেছেন।

ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে এনায়েতুল্লাহ বলেন, ‘মামলা করলে টাকা ফেরত পাবেন না এমন আশঙ্কা থেকে তারা কোনো মামলা করেননি। তবে শতাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীরা।’তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনির আহমেদ না আসা পর্যন্ত তাঁরা জিএমকে অবরুদ্ধ করে রাখবেন।

এ বিষয়ে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাওনা টাকার দাবিতে রাত থেকে আহমেদিয়া ফাইন্যান্স লিমিটেডের সামনে অবস্থান করছেন পাওনাদারেরা। তাঁরা দাবি করছেন, ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে এখন টাকা ফেরত পাচ্ছেন না।

এ ব্যাপারে কথা বলার জন্য আহমেদিয়া ফাইন্যান্সের কর্মকর্তাদের ফোন নম্বর সংগ্রহের চেষ্টা করেও না পাওয়ায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।