মিরপুরে ‘কোদালের আঘাতে’ রাজমিস্ত্রি নিহত

নিহতপ্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় কোদালের আঘাতে রুহুল আমিন (৩৫) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার।

পরিবারের ভাষ্যমতে, আজ রোববার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে বলে পরিবারের ভাষ্য। পুলিশ বলছে, রুহুলকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন মো. হৃদয় নামের এক দিনমজুর। পরে তিনি তাঁকে উদ্ধার করেন। সকাল সোয়া নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে রুহুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ঠিক কী ঘটেছে, তা তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য রুহুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রুহুলের বাবা মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেটের পরিচ্ছন্নতাকর্মী আবুল হোসেন। তিনি বলেন, তাঁর ছেলে পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আজ সকালে ছেলে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তিনি যতটুকু জানতে পেরেছেন, ভাড়ায় একজন শ্রমিক নেওয়ার জন্য তাঁর ছেলে মিরপুরের মুক্তবাংলা মার্কেটের সামনে গিয়েছিলেন। সেখানে তাঁর পছন্দ করা এক শ্রমিককে আরেকজন নিতে চান। বিষয়টি তাঁর ছেলে না মানায় দুজনের মধ্যে তর্কবিতর্ক, ধাক্কাধাক্কি হয়। পরে তাঁর ছেলে যখন সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখন পেছন থেকে তাঁর ঘাড়ে কোদাল দিয়ে আঘাত করেন অপরজন। এতে তাঁর মৃত্যু হয়।

রুহুলের বাড়ি বরিশাল জেলার বেতাগী উপজেলায়। তিনি মিরপুরের গুদারাঘাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর স্ত্রীর নাম হিরা মণি। তাঁদের দুই বছরের একটি সন্তান আছে।