ঢাকায় জুয়া খেলার অভিযোগে ২০ জন গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা থানাধীন তালতলা মার্কেটের পাশ থেকে জুয়া খেলার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে রামপুরা ও খিলগাঁও থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ওই এলাকায় জুয়ার আসর বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল একটি দল। গোপন খবরের ভিত্তিতে রোববার রাতে এ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে দেখা যায়, ১৮ ব্যক্তি জুয়া খেলায় লিপ্ত, আর দুজন বাড়ি পাহারায় নিয়োজিত। তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় জুয়া খেলার কার্ড ও টাকা। এ কাজের মূল অভিযুক্ত টিক্কা জাহাঙ্গীর ও সায়েম। তবে জুয়ার বোর্ড পরিচালনা করতেন আমান। এই আমান জুয়ার বোর্ড থেকে টাকা তুলে আশ্রয়দাতাদের মধে৵ মাসোহারা বিতরণ করতেন।