এডিস মশা নির্মূলে অভিযান, জরিমানা চার লাখ

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে পরিচালিত এক সপ্তাহের বিশেষ অভিযানের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন ভবনের মালিকদের ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। রোববার ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, ডেঙ্গু দমনে রোববার থেকে সাত দিনের বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে ১৪ ব্যক্তিকে এই জরিমানা করা হয়।

এর আগে গতকাল শনিবার সকালে রাজধানীর উত্তরায় আজমপুর এলাকায় এডিস ও ডেঙ্গুবিরোধী নাগরিক সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিয়ে মেয়র মো. আতিকুল ইসলাম সাত দিনের বিশেষ অভিযানের ঘোষণা দেন।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকী গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে তিনটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পান। এরপরে তিন ভবনের মালিকদের কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন তিনি।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন অভিযান চালিয়েছেন উত্তরা সেক্টর-১২ এলাকায়। অভিযানে তিনটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনমালিকদের ৭০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
উত্তরা ১, ৩ ও ৫ নম্বর সেক্টরে তিনটি ভবনে এডিসের লার্ভা থাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন সংশ্লিষ্ট ব্যক্তিদের ২৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া খিলবাড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত।