ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়তে নির্দেশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে এ ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়। আজ ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ দফা দাবিতে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। দাবিগুলো হলো ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুততম সময়ের মধ্যে বাজেট পাস করতে হবে, নতুন আবাসন গড়ে তোলা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা, নতুন ও বিকল্প উভয় আবাসনের জন্য পৃথক বাজেট বরাদ্দ করা, পুরোনো একাডেমিক ভবনগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরিত্যক্ত ঘোষণা করা এবং আন্দোলন চলাকালে কার্যক্রমের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্ত করা।

কলেজ বন্ধ করার কারণ সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ কামরুল আলম প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে কলেজের ছাত্ররা দ্রুত নতুন হোস্টেল নির্মাণের দাবিতে আন্দোলন করছিলেন। এর মধ্যে কলেজের পুরোনো একটি ছাত্রাবাস বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে সেখানে এখনো কয়েকজন ছাত্র থাকছেন। তাঁদের সেখান থেকে সরে যাওয়ার কথা বললেও সেখানে থাকছেন।

কলেজের অধ্যক্ষ কামরুল আলম বলেছেন, ঢাকা মেডিকেল কলেজের নতুন ৮২তম ব্যাচ স্বপ্রণোদিত হয়ে অথবা প্ররোচিত হয়ে ওরিয়েন্টেশন কর্মসূচি বর্জন করেছে, যা ঢাকা মেডিকেল কলেজের এক কালো অধ্যায়। এতে কলেজের একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সবকিছু বিবেচনায় নিয়ে কলেজের অচলাবস্থা নিরসনের জন্য কাল থেকে এমবিবিএস ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হোস্টেলে থাকা সব শিক্ষার্থীকে আজ দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আশা করে, ছাত্রছাত্রীদের সহায়তায় এ সংকট কেটে যাবে।

কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, পাঁচ দফা দাবির দৃশ্যমান অগ্রগতি না হলে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হল ত্যাগ করবেন না।

কলেজ বন্ধ ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মেডিকেল কলেজের কাউন্সিল শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত হয়েছে। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুত ছাত্রাবাস নির্মাণে শিক্ষার্থীদের অনড় অবস্থানের বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অনুধাবন করছে। তবে বিকল্প আবাসন নিশ্চিত করার পরও বিভিন্ন ব্যাচের ছাত্রদের অসহযোগিতা এবং ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের মূল ভবন গণপূর্ত মন্ত্রণালয় পরিত্যক্ত ঘোষণার কারণে ভবনটি খালি করা সম্ভব হচ্ছে না। খালি না করায় ছাত্রদের জীবন হুমকির মুখে।

অবশ্য সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবেন।