মাতুয়াইলে ডোবায় ভাসছিল কিশোরের মরদেহ
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ডোবা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ১৫ থেকে ২০ বছর হতে পারে। লাশটিতে পচন ধরেছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, মাতুয়াইলের কোনাপাড়ায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছে একটি ডোবায় লাশটি ভাসছিল। স্থানীয় বাসিন্দারা দেখে পুলিশকে খবর দেন। পরে বিকেলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
নুর মোহাম্মদ বলেন, নিহত কিশোরের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। এটি হত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।