মেট্রোরেল ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিলে সকাল থেকে রাত পর্যন্ত চলবে

মেট্রোরেলফাইল ছবি

আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে মেট্রোরেল পুরো সময় মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলবে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেট্রারেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে এম এ এন ছিদ্দিক বলেন, উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল যেভাবে চলাচল করছে, সেভাবে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করবে। আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে। সারা দিন চলবে। সর্বশেষ ট্রেন রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল থেকে ছাড়বে। আসার সময়ও স্বাভাবিকভাবে প্রত্যেক স্টেশনে থামবে। সেটি ছাড়ার পর ৩৩ মিনিট ৬ সেকেন্ডে উত্তরা উত্তরে আসবে।

সর্বশেষ মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয় গত ৩১ ডিসেম্বর। এর মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল। এখন ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে নগরজীবনে স্বস্তি আনা ট্রেনের এই পরিষেবা।

আজ রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেট্রারেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক

ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রকাশক-লেখকের দাবি, বইমেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল রাত সাড়ে ১০টা পর্যন্ত থামুক। এ ধরনের এক প্রশ্নের জবাবে এম এ এন ছিদ্দিক বলেন, এই সময় বৃদ্ধি করার কথা ছিল মার্চ মাসে। তার আগেই আমরা সেটা করলাম। তারপরও আমরা দেখব। যদি দেখা যায়, নির্দিষ্ট সময়ের পরও রাতে যাত্রী থাকছে, তখন আমরা চিন্তা করব।

মেট্রোরেলে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে। উত্তরা থেকে বাংলাদেশ সচিবালয়ের ভাড়া ৯০ টাকা। উত্তরা থেকে ফার্মগেটের ভাড়া ৭০ টাকা। অন্যদিকে আগে চালু হওয়া উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা। মাঝের সাতটি স্টেশনের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা আছে।