পঙ্গু হাসপাতালে গিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’: চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দিয়েছিলেন। এর প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
রোববার আদালতে পূর্বনির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন মো. তাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, ‘আমরা পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলাম। তখন সেখানে ভর্তি থাকা রোগীরা-আহতরা জানান, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন এবং বলেছিলেন—নো ট্রিটমেন্ট, নো রিলিজ। অর্থাৎ কোনো চিকিৎসা দেওয়া যাবে না, কাউকে এখান থেকে বাইরে যেতে দেওয়া যাবে না।’
শেখ হাসিনার এমন নির্দেশের কথা সেখানকার চিকিৎসকেরাও জানিয়েছেন উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘এ–সংক্রান্ত তথ্য-প্রমাণাদি আমাদের কাছে আছে।’