রাজধানীর ৩০০ ফুট সড়কে দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে ৩০০ ফুট সড়কে আজ বুধবার দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ী মারা গেছেন। এ সময় মঞ্জুরুলের মামা ইসলাম উদ্দিন (৬০) আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঞ্জুরের চাচাতো ভাই কাজী রবিন (২২) আজ প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের গাউছিয়া বানটি এলাকায় অপূর্ব বাটিক হাউস এবং গাজীপুর চৌরাস্তায় তাওফিকা বাটিক হাউস নামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মঞ্জুরুল। আজ সকালে নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকা থেকে ভাড়ায়চালিত একটি পিকআপ ভ্যানে থ্রি–পিস পণ্য নিয়ে তাঁর অপর একটি দোকান গাজীপুর চৌরাস্তায় যাচ্ছিলেন। পিকআপে মঞ্জুরুল ও তাঁর মামা ইসলাম উদ্দিন পেছনে, তিনি (রবিন) ও মঞ্জুরুলের শ্বশুর সাইফুল ইসলাম চালকের পাশের আসনে বসা ছিলেন।

বেলা সোয়া ১১টার দিকে পিকআপটি ৩০০ ফিট পার হয়ে খিলক্ষেত থানার আওতাধীন এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, রক্তাক্ত অবস্থায় মঞ্জুরুল ও তাঁর মামা ইসলাম উদ্দিনকে বেলা ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন। তাঁর মামা ইসলাম উদ্দিন এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কাজী রবিন বলেন, তিনি, মঞ্জুরুলের শ্বশুর সাইফুল ও পিকআপের চালক সামান্য আহত হয়েছেন। মঞ্জুরুলের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চাইতালু গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন। তাঁর বাবা মৃত মোজাফফর হোসেন।
আজ দুপুরে যোগাযোগ করা হলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানার  পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাঁরা এসে ঘটনাস্থল শনাক্ত করবেন।