রাজধানীর দক্ষিণখানে ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

লাশপ্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখান এলাকার একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোসাম্মৎ জান্নাত (২০) নামের এক নারী মারা গেছেন।

ভবনটিতে থাকা নূরানী ট্রেনিং সেন্টারে মাদ্রাসার শিক্ষকতার জন্য আবাসিক প্রশিক্ষণ নিতে জান্নাত এসেছিলেন বলে জানান প্রশিক্ষণকেন্দ্রটির শিক্ষক আদনান মাহমুদ।

আদনান মাহমুদ আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে জান্নাত ভবনের ছাদে যান। কী কারণে ছাদে যান, সে ব্যাপারে তিনি কিছু জানেন না। একপর্যায়ে তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। কয়েকটি হাসপাতাল ঘুরে তাঁকে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, এই নারীকে জরুরি বিভাগে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জান্নাতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাটি তদন্ত করছেন। জান্নাত পারিবারিক সমস্যায় ছিলেন বলে তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

জান্নাতের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়। বাবার নাম লোকমান হোসেন।

জান্নাত ১৫ জুন প্রশিক্ষণকেন্দ্রটিতে ভর্তি হয়েছিলেন বলে জানান শিক্ষক আদনান মাহমুদ। তিনি বলেন, মাদ্রাসায় শিক্ষকতা করার আগে এখানে নারী ও পুরুষদের আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। নারীদের প্রশিক্ষণ দেন নারী শিক্ষক। আর পুরুষদের প্রশিক্ষণ দেন পুরুষ শিক্ষক। প্রশিক্ষণ নিতে আসা নারী ও পুরুষেরা আলাদাভাবে থাকেন।