নিহত বিপ্লবের গলায় বৈদ্যুতিক তার ও লুঙ্গি প্যাঁচানো ছিল
রাজধানীর বংশালে সমাজকল্যাণ গলির একটি বাসা থেকে বিপ্লব গাজী (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পুলিশ বলছে, বাসায় বিপ্লব গাজী একাই থাকতেন। তাঁর গলায় বৈদ্যুতিক তার এবং লুঙ্গি প্যাঁচানো ছিল। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল ৯৯৯–এ কল পেয়ে বিপ্লব গাজীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বিছানায় পড়ে ছিল। দেখে মনে হয়েছে, শ্বাস রোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। এ ছাড়া তাঁর মাথায়, থুতনির ডান ও বাঁ পাশে এবং বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি যে কক্ষে ছিলেন, সেই কক্ষের বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল।
এসআই সহিদুল বলেন, বিপ্লব গাজী রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেলগরিয়া গ্রামের সোলেমান গাজীর ছেলে। কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে—এ বিষয়ে তদন্ত চলছে।