বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান আসন্ন। এর মধ্যে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। অনেক পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
বক্তারা অভিযোগ করেন, সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। এ কারণে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান বক্তারা। একই সঙ্গে শ্রমজীবীদের জন্য পর্যাপ্ত রেশনব্যবস্থা ও মোড়ে মোড়ে ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানানো হয়।
সিপিবির পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, হকার্স নেতা দেলোয়ার হোসেন, যুবনেতা রফিজুল ইসলাম ও উত্তম ভৌমিক প্রমুখ।