ধামাকা শপিংয়ের চেয়ারম্যানকে ভাটারা থানায় সোপর্দ
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক মুজতবা আলীকে আটক করে থানায় সোপর্দ করেছেন একদল মানুষ। শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাঁকে ভাটারা থানায় সোপর্দ করা হয়। মুজতবা আলী ই–কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের চেয়ারম্যান বলে তাঁকে থানায় সোপর্দ করা লোকজন জানিয়েছেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক মুজতবা আলীকে শনিবার সন্ধ্যার সময় লোকজন আটক করে থানায় সোপর্দ করেন। তবে মুজতবা আলীর বিরুদ্ধে ভাটারা থানায় কোনো মামলা নেই। অন্য থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে কি না, সেটি তাঁরা খতিয়ে দেখছেন।
ভাটারা থানার ওসি জানান, মুজতবা আলীকে থানায় সোপর্দ করার পর লোকজন থানার সামনে অবস্থান নেন। তাঁদের ভাষ্য, মুজতবা আলী ধামাকা শপিংয়ের চেয়ারম্যান। ধামাকা শপিংয়ের মাধ্যমে তাঁরা প্রতারিত হয়েছেন। তাঁরাই মুজতবা আলীকে আটক করে থানায় সোপর্দ করেছেন।