বুয়েটের এক শিক্ষার্থী ৫ দিন ধরে নিখোঁজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর শ্রেণির এক শিক্ষার্থী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর নাম মাহমুদুল হাসান ওরফে তানভীর (২৪)। ছেলের সন্ধান পেতে গত রোববার রাজধানীর দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর মা।

মাহমুদুল বুয়েটের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের ছাত্র। থাকতেন বুয়েটের স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত শহীদ স্মৃতি হলে। গত শুক্রবার বিকেলে হলে যাওয়ার উদ্দেশে রাজধানীর উত্তরার পূর্ব আজমপুরের নিজ বাসা থেকে বের হন তিনি। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।

মাহমুদুল হাসানের মা শারমিন সুলতানা বলেন, ১৪ মে বুয়েটের শহীদ স্মৃতি হল থেকে তাঁর ছেলে বাসায় যান। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে হলের উদ্দেশে বাসা থেকে বের হন। সেদিন রাত নয়টার দিকে তাঁর মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে বুয়েটের শহীদ স্মৃতি হলে গিয়ে তাঁর সহপাঠীদের কাছে এবং আত্মীয়স্বজনের বাসায় খোঁজখবর নেন তাঁরা। কোথাও তাঁকে পাওয়া যায়নি। পরে থানায় জিডি করেছেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, এখনো তাঁরা মাহমুদুলের খোঁজ পাননি। খোঁজখবর নিতে তাঁদের একটি দল আগামীকাল বুধবার বুয়েটে যাবে।