ঢাকা দক্ষিণ সিটিতে এবার কোরবানির পশুর হাট ১১টি
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোরবানির ১০টি অস্থায়ী পশুর হাট বসবে। পাশাপাশি স্থায়ী একটি হাটেও পশু কেনাবেচা হবে। আসন্ন পবিত্র ঈদুল আজহার আগের চার দিন ও ঈদের দিন এসব হাটে পশু বিক্রি হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। হাটগুলো হচ্ছে খিলগাঁও রেলগেট মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, বনশ্রীর মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা, কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, লালবাগে রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা। আর ডেমরার সারুলিয়ায় সিটি করপোরেশনের স্থায়ী পশুর হাট থেকেও কোরবানির পশু কেনা যাবে।
ঢাকা দক্ষিণ সিটির সম্পত্তি বিভাগ সূত্র বলছে, ১১টি অস্থায়ী পশুর হাট ইজারা দিয়ে প্রায় ২৯ কোটি ৪৬ লাখ টাকা আয় হয়েছে। এসব হাটের সরকারি মূল্য ছিল ২২ কোটি ৬০ লাখ টাকা।
অস্থায়ী পশুর হাটগুলোর মধ্যে এবার সর্বোচ্চ ৬ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকায় হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন উন্মুক্ত এলাকার হাট ইজারা দেওয়া হয়েছে।
গত বছর আফতাবনগর এলাকায় পশুর হাটের ইজারা দেওয়া হয়েছিল। তবে এবার এক ব্যক্তির রিটের পরিপ্রেক্ষিতে আবাসিক এলাকা আফতাবনগরে পশুর হাটের ইজারা না দিতে আদেশ দেওয়া হয়েছে।