ভিকারুননিসার শিক্ষককে চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছাত্রী ও অভিভাবকেরা। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই দাবি জানানো হয়। ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে।

সংবাদ সম্মেলনে অভিভাবকেরা বলেন, নিপীড়িত ছাত্রীদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে এ সংবাদ সম্মেলন। অভিভাবকেরা চান, সবাই ঘটনা জানুক। যেন এরপর কোনো শিশুশিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা কেউ ঘটাতে না পারে।

সংবাদ সম্মেলনের আয়োজক ছাত্রী ও তাদের অভিভাবকেরা নিজেদের নাম বা ছবি প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১ ফেব্রুয়ারি কোচিংয়ে পড়ানোর সময় ওই শিক্ষক ছাত্রীদের যৌন হয়রানি করেন। কয়েকজন ছাত্রী বিষয়টি অন্য শিক্ষকদের কাছে জানান। শিক্ষকেরা বিষয়টি অভিভাবকদের জানিয়ে শাখা প্রধান শিক্ষককে জানাতে বলেন। পরে ৭ ফেব্রুয়ারি শাখা প্রধানের পরামর্শে অভিভাবকেরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি করে কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্ব হলে অভিভাবকেরা প্রতিবাদ জানান। পরে সেই শিক্ষককে প্রত্যাহার করে কর্তৃপক্ষ।

নাম না প্রকাশ করার শর্তে একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষক বছরের পর বছর যৌন হয়রানি করে আসছে। শিশুরা অনেক সময় না বুঝে চুপ ছিল। কিন্তু বিষয়টি সামনে এলেও কলেজ কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে, তা সন্তোষজনক নয়। এমন শিক্ষকের কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়। আমরা দ্রুত সর্বোচ্চ শাস্তি চাই।’

এর আগে আজ বেলা ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের সামনে ছাত্রী ও তাদের অভিভাবকেরা বিক্ষোভ করেন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের সামনে ছাত্রী ও তাদের অভিভাবকদের বিক্ষোভের সময় বেলা সোয়া তিনটার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটির এক সদস্য তাঁদের সঙ্গে কথা বলেন। পরিচালনা কমিটির ওই সদস্য শিক্ষার্থীদের বলেন, ‘আমরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সে জন্য আগামীকাল সোমবার রাত আটটায় পরিচালনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সে পর্যন্ত আমাদের সময় দিন।’

আরও পড়ুন