বস্ত্র খাতের উন্নয়নে সম্মাননা পাচ্ছে যে ১১ সংগঠন ও প্রতিষ্ঠান

সচিবালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় বস্ত্র দিবস-২০২৩ দিবসের বিভিন্ন তথ্য তুলে ধরেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আজ রোববারছবি: প্রথম আলো

বস্ত্র খাতের উন্নয়ন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণ এবং রপ্তানিতে ভূমিকা রাখার জন্য ১১টি সংগঠন ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হচ্ছে। জাতীয় বস্ত্র দিবস-২০২৩ উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের মূল অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের।

আজ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই দিবসের বিভিন্ন তথ্য তুলে ধরেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। উল্লেখ্য, প্রতিবছর ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস উদ্‌যাপন করা হয়।  

যে ১১ সংগঠন ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হচ্ছে, সেগুলো হলো তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এমব্রয়ডারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি।