মতিঝিলের সেনাকল্যাণ ভবনে আগুন

রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনের ২১ তলায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরাছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাজধানীর মতিঝিলে সেনাকল্যাণ ভবনের ২১ তলায় আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সেনাকল্যাণ ভবনের ২১ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোটা ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়। রাতে সেখানে কোনো লোক থাকার কথা নয়। ওপর থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও আগুনের শিখা দেখা যাচ্ছে না।