কমলাপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যুপ্রতীকী ছবি

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে সাহেরা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। তিনি কমলাপুর এলাকায় ভিক্ষা করতেন বলে স্বজনেরা জানিয়েছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক দিলিপ চন্দ্র সরকার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

দিলিপ চন্দ্র সরকার বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী নেওয়ার জন্য আসে। এ সময় ২ নম্বর প্ল্যাটফর্মে সাহেরা বেগম কাটা পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পরে সাহেরা বেগমের ছেলে মো. বিকচান খান বলেন, তাঁর মা কমলাপুর রেলস্টেশনে ভিক্ষা করতেন। সেখানেই থাকতেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে শুনেন তিনি মারা গেছেন।