রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মরিয়ম বেগম (৫৮) ও তামজিদুল ইসলাম (২৮)। আজ শনিবার এ ঘটনা ঘটে।
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, মরিয়ম বেগমের বাড়ি লক্ষ্মীপুরে। তিনি খিলক্ষেতের মধ্যপাড়ায় ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন। শনিবার সকালে লক্ষ্মীপুরে যাওয়ার জন্য বাসা থেকে হন। খিলক্ষেত রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় কুড়িল বিশ্বরোড এলাকার শেওড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আহত হন তামজিদুল ইসলাম।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় তামজিদুলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দিবাগত রাত চারটার দিকে তিনি হাসপাতালে মারা যান। তাঁর বাড়ি কেরানীগঞ্জে।