সেই নাজমুল কারাগারে

কারাগারপ্রতীকী ছবি

একজনের পরিবর্তে আরেকজনকে জেল খাটানোর অভিযোগ ওঠা যুবলীগ নেতা নাজমুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলাম সোমবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাজহারুল ইসলাম।

পিপি প্রথম আলোকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নাজমুল হাসানের সাত বছর কারাদণ্ড দেন আদালত। পরে অন্য একজনকে নাজমুল হাসান সাজিয়ে আদালতে আত্মসমর্পণ করানো হয়। পরে সেই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়। এরপর সেই ব্যক্তি জামিনে ছাড়া পান।

পিপি মাজহারুল আরও বলেন, একজনের পরিবর্তে আরেকজনের আত্মসমর্পণের ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি উচ্চ আদালতের নজরে আসে। এ নিয়ে হাইকোর্ট বিচারিক আদালতে রায় প্রদানকারী বিচারক, আইনজীবী ও কারা কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান। গতকাল উচ্চ আদালত আসামি নাজমুল হাসানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

নাজমুল হাসানের আইনজীবী প্রাণ নাথ প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে আজ নাজমুল হাসান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের আগস্টে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে নাজমুল হাসানসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই মামলায় নাজমুলকে সাত বছর কারাদণ্ড দেন আদালত।