সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রান্ত পাল (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য কিশোরের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

নিহত কিশোর প্রান্তের বাবা উজ্জ্বল পাল প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে ঝালমুড়ি বিক্রি করত। শনিবার রাত ১০টার দিকে ঝালমুড়ি বিক্রির সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। তখন সড়কে পড়ে গিয়ে সে মাথায় আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করেন।

প্রান্তের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। সে বাবা-মায়ের সঙ্গে রাজধানীর শ্যামপুরে এলাকায় বসবাস করত।