বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডিত এক আসামির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তাঁর নাম কামরুল হাসান (৫১)। সোমবার রাতে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কামরুলকে কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। কামরুলের বাবার নাম কছির উদ্দিন।

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আনোয়ার প্রথম আলোকে বলেন, কামরুল হাসান বিডিয়ার বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন। কত বছরের সাজা ছিল, তাঁর বাড়ি কোথায়, সেটা তিনি জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।