আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, সিলেটে কেন অপুষ্টি বেশি, এটি তাঁর মাথায় ঢোকে না। পুষ্টি নিয়ে কাজ করছেন, এমন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের তিনি বলেন, ‘আপনাদের হিসাবে গোলমাল আছে কি না, তা দেখা দরকার।’

পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুরসহ বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে চরাঞ্চলে অপুষ্টির প্রাদুর্ভাব বেশি, এসব এলাকায় কাজ করা উচিত বলে মন্তব্য করেন আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, কক্সবাজারে অনেকে কাজ করছে। অনেকের কাজে দ্বৈততা আছে। সুতরাং সেখানে আপাতত আর কাজের অনুমতি তিনি দিতে চান না। তবে চা-বাগানে কাজের ক্ষেত্রে কোনো আপত্তি নেই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় পুষ্টি কর্মসূচির লাইন ডিরেক্টর মো. আবদুল মান্নান। অনুষ্ঠানে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক বিভাগীয় পরিচালক ও আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।