উচ্ছেদের খবর পেয়ে নিজেরাই ভাঙলেন অবৈধ স্থাপনা

সিটি করপোরেশনের ঘোষণার পর গত রোববার দিবাগত রাতে দখলদারেরাই তাদের অবৈদ্ধ স্থাপনা ভেঙে ফেলেন
ছবি: প্রথম আলো

অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিতে গতকাল রোববার পুরান ঢাকার নিমতলী এলাকায় মাইকিং করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঘোষণায় বলা হয়েছিল, সোমবার সকালে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে সিটি করপোরেশনকে যানবাহন ও যন্ত্রপাতি নিয়ে উচ্ছেদ করতে হয়নি। দখলদারেরাই রোববার দিবাগত রাতে অবৈদ্ধ এসব স্থাপনা ভেঙে দিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, নিমতলী মোড়ে মাইকিং করার পাশাপাশি লাল কালি দিয়ে অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছিল। সোমবার সকালে সেখানে গিয়ে দেখা গেল দখলদারেরাই নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছেন। স্বপ্রণোদিত এই কার্যক্রম পরিচালনার কারণে রাস্তা ১২০ ফুট দৈর্ঘ্য এবং অন্তত ১০ ফুট থেকে ৩০ ফুট চওড়া হয়েছে।

সোমবার সকালে সিটি করপোরেশনের কর্মকর্তারা সেখানে গিয়ে দেখেন রাতে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে
ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমকে জানানো হয়, সংস্থাটির সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, অঞ্চল-১–এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল, পুলিশ সদস্য, করপোরেশনের সার্ভেয়ার, পেশকার, উচ্ছেদ শ্রমিকসহ উচ্ছেদসংশ্লিষ্ট কর্মীরা সকালে নিমতলী মোড়ে যান। কিন্তু সেখানে যাওয়ার পর তাঁরা সবাই বিস্মিত হন। কারণ, এর আগেই লাল কালিতে চিহ্নিত ১৫টি দোকান কে বা কারা রাতের মধ্যে উচ্ছেদ করেছেন। পরে খবর নিয়ে জানা যায়, দখলদারেরা নিজ উদ্যোগেই গত রাতে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করেছেন।