বাংলাদেশ–তুরস্কের ঐতিহ্য ও সাংস্কৃতিক মিল রয়েছে: তুরস্কের রাষ্ট্রদূত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ক্যাম্পাসে আয়োজিত সেমিনারে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান ও অতিথিরা
ছবি: প্রথম আলো

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সুদূর অতীত থেকে বন্ধুত্বের সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে ঐতিহ্য ও সাংস্কৃতিক অনেক মিল রয়েছে। আগামী দিনগুলোয় শিক্ষক–শিক্ষার্থীদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের গবেষণায় নতুন দ্বার উম্মোচন হবে।

রাজধানীতে শনিবার বাংলাদেশ ও তুরস্কের উন্নয়নের অংশীদারিত্ব নিয়ে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এসব কথা বলেন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ক্যাম্পাসে ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) উদ্যোগে ‘বাংলাদেশ ও তুর্কি উন্নয়নের অংশীদারিত্ব: টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফা ওসমান তুরান বলেন, ‘আগামী দিনগুলোয় বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, শিল্প, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে গবেষণা ও উন্নয়নে কাজ করবে, যা টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। একই সঙ্গে দুই দেশের সুসম্পর্ক উত্তরাত্তর বৃদ্ধি পাবে।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ ও ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কাশেম মিয়া। সভাপতিত্ব করেন আইএআর–এর নির্বাহী পরিচালক ও ইউআইইউর সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রিজওয়ান খান।

এই আয়োজনে ইউআইইউর সাবেক উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।