সংগীতজ্ঞ শাহাদাত হোসেন খানের স্মরণে সংগীতানুষ্ঠান শুক্রবার
উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সরোদবাদক সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে আগামীকাল শুক্রবার সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশনের উদ্যোগে ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে বিকেল সাড়ে চারটায় সংগীতানুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানের শুরুতে ওস্তাদ শাহাদাত হোসেন খানের বর্ণাঢ্য ও কর্মময় জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে। আলোচনা পর্বের পর ঘোষণা করা হবে ওস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশনের আশু কর্মসূচি।
সংগীতানুষ্ঠানে সরোদ বাজাবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সরোদবাদক ও ওস্তাদ আলী আকবর খানের পৌত্র সিরাজ আলী খান। তাঁর সঙ্গে তবলায় সংগত করবেন মৈনাক বিশ্বাস। কণ্ঠ ও এসরাজে উচ্চাঙ্গসংগীতের দ্বৈত পরিবেশনায় কণ্ঠে থাকবেন সত্যজিৎ সরকার এবং এসরাজে থাকবেন অশোক কুমার সরকার। তাঁদের সঙ্গে তবলায় সংগত করবেন তবলাশিল্পী সঞ্জীব মজুমদার। তবলা ও পাখোয়াজের মিলিত পরিবেশনাতে তবলায় অংশ নেবেন জাকির হোসেন, মৈনাক বিশ্বাস, সঞ্জীব মজুমদার এবং পাখোয়াজে অংশ নেবেন সুসেন কুমার রায়।
সরোদ ও সেতারের দ্বৈত মূর্ছনা পরিবেশন করবেন ওস্তাদ শাহাদাত হোসেন খানের দুই মেয়ে আফসানা খান ও রুখসানা খান। তাঁদের সঙ্গে তবলায় সংগত করবেন তবলাশিল্পী জাকির হোসেন ও সঞ্জীব মজুমদার এবং সহশিল্পী হিসেবে থাকবেন কণ্ঠে রাতুল হালদার এবং বেহালায় সত্যজিৎ সরকার। সবশেষে সরোদ ও সেতারের ত্রয়ী পরিবেশনা করবেন সিরাজ আলী খান, আফসানা খান ও রুখসানা খান; তাঁদের সঙ্গে তবলায় অংশ নেবেন জাকির হোসেন ও মৈনাক বিশ্বাস।
অনুষ্ঠানে সংগীতের গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।