মুন্সিগঞ্জের প্লাস্টিক কারখানায় দগ্ধ একজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

মুন্সিগঞ্জের একটি প্লাস্টিক গলানোর কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রিয়াজুল ইসলাম (৩৮) মারা গেছেন। শুক্রবার দুপুরে তিনি মারা যান বলে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের একটি প্লাস্টিক গলানোর কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হন চারজন। তাঁরা হলেন, ইকবাল হোসেন, ইকবালের খালাতো বোনের স্বামী রিয়াজুল ইসলাম, ইকবালের চাচাতো ভাই রাকিব হোসেন (২৬) ও মতিউর রহমান (৩৩) নামের এক ব্যক্তি। মতিউর কুড়িগ্রামের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা।

ইকবাল, রিয়াজুল, রাকিব ফরিদপুরের সালথা উপজেলার কাঠাবাড়িয়া এলাকার বাসিন্দা। তাঁরা সবাই মুন্সিগঞ্জ সদর ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মুক্তাপুর জেকে প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতেন।