শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন
তিন বছর আগে রাজধানীর একটি মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৫–এর বিচারক সামছুন্নাহার আজ রোববার এই রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আলী আসগর।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি হলেন হাসমত আলী। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, রাজধানীর একটি মাদ্রাসায় পড়ত ধর্ষণের শিকার ওই কিশোর। ২০১৯ সালের ২৬ নভেম্বর মাদ্রাসাটির শিক্ষক হাসমত আলী তাকে ধর্ষণ করেন। পরে এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেন। একই বছরের ১ ডিসেম্বর শিক্ষার্থীর মা দক্ষিণখান থানায় ধর্ষণ মামলা করেন।
মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২০ সালের ১২ অক্টোবর আদালত আসামি হাসমতের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।