শিশুটিকে বাঁচাতে পারলেও ট্রেনে কাটা পড়লেন খালু
রাজধানীর দক্ষিণখানের কসাইবাড়ি এলাকার রেলগেটে সাত বছর বয়সী শিশু রিফাতকে বাঁচাতে গিয়ে মানিক মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শিশুটিকে ধাক্কা দিয়ে রেললাইন থেকে সরিয়ে দিতে পারলেও মানিক মিয়া আটকে যান। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সম্পর্কে মানিক মিয়া শিশুটির খালু হন। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানিয়েছেন।
মানিক মিয়ার স্ত্রী সালমা বেগম প্রথম আলোকে বলেন, তাঁরা থাকেন দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায়। সালমার বোনের পরিবারের সদস্যরা তাঁর বাসায় বেড়াতে এসেছিলেন। সকালে তাঁদের এগিয়ে দিতে এসেছিলেন সালমা ও মানিক। হঠাৎ তাঁরা দেখেন রিফাত রেললাইন দিয়ে হাঁটছে। তার পেছন দিক থেকে একটি ট্রেন আসছিল। এটা দেখে মানিক দৌড়ে গিয়ে রিফাতকে ধাক্কা দিয়ে রেললাইন থেকে সরিয়ে দেন। তবে মানিক সরে আসতে পারেননি।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান প্রথম আলোকে বলেন, মানিকের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন করেন। তাঁর মৃত্যু নিয়ে কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।