টিএসসিতে ছাত্রলীগ–ছাত্রদল নেতা–কর্মীদের ধস্তাধস্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে ছাত্রদল। সমাবেশ শেষে কিছু নেতা–কর্মী কাম্পাসে থাকলে তাঁদের সঙ্গে ছাত্রলীগ নেতাদের ধস্তাধস্তি হয়। ঢাকা, ৪ অক্টোবর
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাদের ‘ধস্তাধস্তি’ হয়েছে। বুধবার সকালে ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবিবর্জিত’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটক থেকে সকাল আটটার দিকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ হয়। সমাবেশে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থার দাবি জানান ছাত্রদলের নেতারা।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘কর্মসূচি শেষে আমাদের বেশির ভাগ নেতা-কর্মী ক্যাম্পাস ছেড়ে যান। অল্প কয়েকজন রাজু ভাস্কর্যের সামনে ছিলেন। তখন ছাত্রলীগের নেতারা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করেন। তাঁদের হাতে বাঁশ ও লাঠিসোঁটা ছিল। আমাদের নেতা-কর্মীরা তাঁদের প্রতিহত করেছেন। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হননি।’

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মো. শাহজালাল, জোবায়ের মঈন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শেখ ছাত্রদলের নেতা–কর্মীদের ওপর হামলায় অংশ নেন।

জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ প্রথম আলোকে বলেন, ছাত্রদলের নেতারা ছাত্রলীগের নেতাদের ওপর হামলা করেন। পরে তাঁরা ছাত্রদলকে প্রতিহত করেছেন।