একেকটি পাইপের আয়তন ৬ ইঞ্চি। আর লম্বায় ২০ ফুট। প্রয়োজন অনুযায়ী কেটে পাইপ বসানো হয়েছে। পাইপগুলোকে মাইল্ড স্টিল বা এমএস পাইপ বলে।

রাজউকের কর্মকর্তারা বলেন, ‘ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরের দিকের কলামেও ঠিকা দেওয়া হবে। তবে ভেতরে গিয়ে কাজ করার অনুমতি এখনো মেলেনি। তাই আপাতত বাইরের দিকের কলামে শুধু সাপোর্ট দেওয়ার কাজটি করা হয়েছে।’

এর আগে গতকাল সন্ধ্যার দিকে ওই পাইপগুলো ঘটনাস্থলে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে পাইপ বসানোর কাজ শুরু করেন রাজউকের কর্মীরা। সারা রাত পাইপ বসানোর কাজ করা হয়।

কলামের পাশে স্টিলের পাইপ বসানোর পাশাপাশি বেজমেন্টে জমে যাওয়া পানি সেচ দিয়ে অপসারণ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের সূত্র বলছে, আজ দুপুর নাগাদ উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হতে পারে। পরে ভবনটির সামনের অংশের রাস্তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে।