ঝড়ে মেট্রোরেলের লাইনে গাছের ডাল পড়ে চলাচল ব্যাহত

মেট্রোরেলফাইল ছবি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল ব্যাহত হয়েছে। সোলার প্যানেল ও গাছ পড়ায় এ পথে মেট্রো চলাচল বিকেল থেকে প্রায় তিন ঘণ্টা বিঘ্নিত হয়। পরে সন্ধ্যা ৭টায় আবার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নিয়মিত মেট্রোরেল চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ফেসবুক পেজে এক পোস্টে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছে। এর আগে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এক পোস্টে কারওয়ানবাজার থেকে মতিঝিল পর্যন্ত পথে মেট্রো সেবা ব্যাহত হওয়ার কথা জানিয়েছিল তারা।

ওই পোস্টে ডিএমটিসিএল ঝড়ে শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের ওপর গাছের ডাল এবং মতিঝিল স্টেশন-সংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ায় এ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছিল।

প্রথম আলোর একজন প্রতিবেদক সচিবালয় স্টেশন থেকে কারওয়ান বাজারে আসার উদ্দেশ্যে মেট্রোতে উঠলে ৪টা ৬ মিনিটের দিকে কার্জন হলের সামনে এসে তা থেমে যায়। প্রায় ১০ মিনিটের মতো থেমে থাকার পর এক ঘোষণায় জানানো হয়, গাছের ডাল পড়ে যাওয়ায় কিছুটা দেরি হচ্ছে। এরপর মেট্রোটি ধীরগতিতে শাহবাগ পর্যন্ত চলে। পরে স্বাভাবিক গতিতে বাকি পথ যায়।

আজ সকালেও দুই ঘণ্টার মতো বিদ্যুৎ সরবরাহে সমস্যার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এরপর চালু হলেও বেশ কিছু সময় তা অনিয়মিত বিরতিতে চলেছে।

উল্লেখ্য, মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটলে কর্তৃপক্ষকে সহসা তার কারণ জানাতে দেখা যায় না। এমনকি ফেসবুকেও তারা এসব বিষয়ে তেমন কিছু জানাত না। এ বিষয়ে আজ প্রথম আলোর অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। সকালে চলাচল ব্যাহত হওয়ার কোনো কারণ নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে না জানালেও সন্ধ্যায় তারা ফেসবুকে বিকেলের ঘটনার কথা জানায়। সেখানে তথ্য জানানোর জন্য অনেকে তাদের সাধুবাদ জানিয়ে মন্তব্য করছেন।