জুরাইনে বাসচাপায় সত্তরোর্ধ্ব নারী নিহত
নাতনির ছেলের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নিহত হয়েছেন সত্তরোর্ধ্ব এক নারী। গতকাল বুধবার বিকেলে রাজধানীর জুরাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম জোসনা বেগম। দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছে শিশু ঈশান।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে জোসনা তাঁর নাতনির ছেলে ঈশানকে নিয়ে কেরানীগঞ্জের হাসনাবাদে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল থেকে ছেড়ে আসা বাসটি রাজধানীর সায়েদাবাদে যাচ্ছিল।
পুলিশ চালকসহ বাসটি আটক করেছে। জোসনার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্যামপুর থানায় একটি মামলা করা হয়েছে।
জোসনার ছেলে পলাশ ব্যাপারী আজ সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রথম আলোকে বলেন, তাঁর মা সপরিবার মীর হাজারীবাগে থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কলাপাড়ায়।