রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী খুন
রাজধানীর কদমতলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. হাসেম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
কদমতলী থানা–পুলিশ বলছে, নিহত হাসেম কাঁচামালের ব্যবসা করতেন। তিনি ফরিদপুর সদর উপজেলার আকবর মল্লিকের ছেলে। থাকতেন রাজধানীর পূর্ব জুরাইন এলাকায়।
এ বিষয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় কুমার পোদ্দার বলেন, রাত তিনটার দিকে কদমতলী থানাধীন মেরাজনগর কাঁচা রাস্তায় হাসেমের মরদেহ পড়ে ছিল। আমরা মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠাই। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ভ্যান নিয়ে মালামাল কিনতে যাওয়ার সময় হাসেম হামলার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।