ঢাকা দক্ষিণ সিটির হোল্ডিং ট্যাক্সের ১২ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তাকে চাকরিচ্যুত

হোল্ডিং ট্যাক্স (গৃহকর) বাবদ আদায়কৃত ১২ লাখ ৪০ হাজার টাকা করপোরেশনের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর রেভিনিউ সুপারভাইজার উপল দেকে চাকুরিচ্যুত করা হয়েছে। করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সই করা এক আদেশে মঙ্গলবার তাঁকে চাকুরিচ্যুত করার কথা জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার এই জালিয়াতি ধরা পড়ে। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১–এর উপ-কর কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে উপল দের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। পরে রাত ১০টায় উপল দেকে সিটি করপোরেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার উপল দেকে আদালতে উপস্থাপন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।