ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ঘোষণা খেলাফত মজলিসের
ভারতে বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল বাতিলের প্রতিবাদে ২৩ এপ্রিল (বুধবার) ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি দেবে বাংলাদেশ খেলাফত মজলিস।
গতকাল শনিবার খেলাফত মজলিসের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওয়াক্ফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় আইন ও অধিকারে হস্তক্ষেপ উল্লেখ করে খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বলেন, বিজেপি সরকার উগ্রবাদী হিন্দুদের মুসলমানদের ওপর লেলিয়ে দিয়ে দীর্ঘদিন ধরে ভারতজুড়ে মুসলিম নিধন চালিয়ে আসছে। ওয়াক্ফ সংশোধনী বিলের মাধ্যমে মুসলমানদের ব্যক্তিগত ও ওয়াক্ফকৃত সম্পত্তি দখলের পাঁয়তারা করছে তারা।
খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসূফ আশরাফ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আফজালুর রহমান, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবদুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শরাফত হোসাইন প্রমুখ।